সাবেক নেতা
ধুনটে বার্মিজ চাকুসহ স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বার্মিজ চাকুসহ রিফাত হাসান (২০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সন্দ্বীপে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রিফাত উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের বেলাল হোসেনের ছেলে ও ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক।
ধুনট উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ জানান, রিফাত বর্তমান কমিটিতে নেই। তবে আগের উপজেলা সেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। সে সময় রিফাতসহ আরও কয়েকজন সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, বার্মিজ চাকুসহ রিফাত হাসান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার
১১ মাস আগে