ল্যাব এইড ক্লিনিক
ভোলায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, ল্যাব এইড ক্লিনিক ভাঙচুর
বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে ভোলায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে শহরের উকিল পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ৮১ জনের নামে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার
এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ল্যাব এইড নামে একটি ক্লিনিকের সামনের অংশ ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ৩টার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা শহরের উকিল পাড়া টাউন স্কুলের সামনে থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে।
আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে ২ সাংবাদিকসহ গুলিবিদ্ধ ৫, আহত ২৫
এ সময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিএনপি নেতা-কর্মীদের মিছিল করতে নিষেধ করে। একপর্যায়ে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়।
১১ মাস আগে