১০টি ককটেল
বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার
বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের একটি বিচালি গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে ডিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বেনাপোল থেকে ২১টি ককটেল উদ্ধার
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সন্ত্রাসীরা বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ির পাশে একটি বিচালি গাদায় বিপুল সংখ্যক ককটেল মজুদ করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে যশোর ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১০টি শক্তিশালী ককটেল উদ্ধার করে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ৪১টি ককটেল উদ্ধার করেছে র্যাব
তিনি আরও জানান, পুলিশ এ ব্যপারে তদন্ত শুরু করেছে। ককটেলগুলো ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ১৮টি ককটেল উদ্ধার র্যাবের
১১ মাস আগে