নির্বাচনি দায়িত্ব
নোয়াখালীর ৩ থানার ওসিকে নির্বাচনি দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নোয়াখালী সদর, চরজব্বার ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্বাচনের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) বিকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশে দেওয়া হয়।
আরও পড়ুন: বাগেরহাটে ৭ থানার ওসি বদলি
নোটিশে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মীর জাহেদুল হক রনি, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নাজিম উদ্দিন ও চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রফিকুল ইসলামকে নির্বাচনি দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
নির্বাচনের সময় সুধারাম মডেল থানায় কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম, সেনবাগ থানায় পুলিশ লাইন্সের আরওআই আমির হোসেন ও চরজব্বার থানায় দায়িত্ব দেওয়া হয়েছে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমায়ন কবিরকে।
আরও পড়ুন: সাঘাটার ইউএনও ও ওসিকে সরিয়ে দিতে নির্দেশ
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচারণা চলাকালে আইনশৃঙ্খলা ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা নিয়ে শঙ্কা প্রকাশ করে সদর ও সুবর্ণচর থানার ওসির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন এবং সেনবাগ থানার ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া। তাদের অভিযোগের ভিত্তিতে তিন থানার ওসিকে নির্বাচনের কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ভোটের পর ওই তিন ওসিকে আবার বহাল করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসি আহত
৯ মাস আগে