তাঁত কারখানা
বেলকুচিতে তাঁত কারখানায় আগুন, ক্ষতি প্রায় অর্ধ কোটি
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী সাহা পাড়া মহল্লায় তাঁত কারখানা অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতি (বসুন্ধরা) সাহা পাড়া গ্রামের উত্তম সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৩ ভোট কেন্দ্রে আগুন
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিবাগত রাতের দিকে হঠাৎ তাঁত ফ্যাক্টরিতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। তবে প্রাথমিক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
পরে বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ফোন করা হয়। ফায়ার সার্ভিসের বেলকুচি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টার করার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: চাঁদপুরে বাসে আগুন, দগ্ধ হেলপার
এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে তারা জানান।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে ২ ভোট কেন্দ্রে আগুন
১১ মাস আগে