নৌকা প্রার্থী
কুমিল্লায় নৌকা প্রার্থীর সমর্থকের লাশ উদ্ধার
কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাশারীখোলায় ভোটকেন্দ্রের কাছে কুমিল্লা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজি মোহাম্মদ ফখরুলের এক সমর্থকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত নোয়াব আলী (৬০) কাশরীখোলা গ্রামের আব্দি মিয়ার ছেলে।
আরও পড়ুন: চিরিরবন্দরে রাজমিস্ত্রির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
নোয়াব আলীর ছেলে জুয়েল রানা জানান, সকালে কাশারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর নোয়াব তার চাচা সেলিমের সঙ্গে কথা বলছিলেন।
এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের এক সমর্থক সেখানে উপস্থিত হলে নির্বাচন নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সকাল ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নোয়াবের গলায় স্কার্ফ পেঁচিয়ে মাটিতে ফেলে দেয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, নোয়াবের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং নির্বাচনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: আখাউড়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
১১ মাস আগে