‘বলির পাঁঠা’
নির্বাচনে জাতীয় পার্টিকে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে: জিএম কাদের
নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থীদের বলি দিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, এজন্য তার দলকে ‘বলির পাঁঠা’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রংপুর-৩ আসনের নির্বাচন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন,'যেহেতু আমরা নির্বাচনে অংশ নিয়েছি, তাই এখনই নির্বাচন বর্জনের কোনো সুযোগ নেই। নির্বাচনের ফলাফল পাওয়ার পর আমাদের কর্মসূচি ঘোষণা করতে হবে।’
আরও পড়ুন: দিনাজপুর-২ আসন: সরে দাঁড়ালেন জাপা প্রার্থী মাহবুবুল আলম
তিনি বলেন, ‘জামালপুর, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে আমি তথ্য পেয়েছি। অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আশ্বাস দিলেও রংপুর এলাকা ছাড়া অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে না।’
আরেক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন,‘আমি আগে থেকে কিছু বলতে চাই না। আমরা দলের নেতাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
আরও পড়ুন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর-৩ আসনের জাপা প্রার্থী
১১ মাস আগে