ভারতের অভিনন্দন
নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের অভিনন্দন
নির্বাচনে বিজয় অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত। একই সঙ্গে একে অপরের জাতীয় উন্নয়নের সমর্থনে দ্বিপক্ষীয় অংশীদারিত্বে 'আরও শক্তিশালী অগ্রগতি ও প্রবৃদ্ধি' প্রত্যাশা করা হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রথম দেশ হিসেবে ভারত আজ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।
ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নতুন মেয়াদে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার হবে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে এবং মুক্তিযুদ্ধে তাদের অভিন্ন আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে একটি স্থিতিশীল, প্রগতিশীল ও সমৃদ্ধ জাতির স্বপ্ন বাস্তবায়নে ভারত তাদের সমর্থন অব্যাহত রাখবে।
১১ মাস আগে