বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটানের অভিনন্দন
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভুটান।
ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক প্রধানমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন পত্রে উল্লেখ করেন, তার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন করেছে এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ভুটান এ উপলক্ষে বাংলাদেশের জনগণের সঙ্গে আনন্দিত।
অভিনন্দন পত্রে ভুটানের রাজা ভুটান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক আরও জোরদার হবে বলে আস্থা প্রকাশ করেন।
ভুটানের রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিব নাথ রায়ের মাধ্যমে অভিনন্দন পত্র পাঠান।
১১ মাস আগে