নির্বাচনে জয়ী
নির্বাচনে জয়ী হওয়ায় শেখ হাসিনাকে ইআরডিএফবির অভিনন্দন
গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণাভিত্তিক সংগঠন এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি)।
সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শীর্ষ প্ল্যাটফর্মটি।
আরও পড়ুন: নির্বাচন ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের অভিনন্দন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের শীর্ষ প্ল্যাটফর্মটি বলেছে, শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দক্ষ ভূমিকা দেখিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
ইআরডিএফবি সভাপতি অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের উপর তাদের আস্থা দেখিয়েছে। যিনি রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকে নিচ্ছেন এক দশকের বেশি সময় ধরে।
তিনি আরও বলেন, একজন সাহসী রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নিয়ে টানা চতুর্থবারের মতো দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত। দেশে গণতন্ত্রের বিকাশে নির্বাচন কমিশনের সাহসী পদক্ষেপে জনগণ তাদের ভোটের ক্ষমতা প্রয়োগ করেছে। বিদেশি পর্যবেক্ষকরাও নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের অভিনন্দন
গবেষণা ও উদ্ভাবনের পৃষ্ঠপোষক অধ্যাপক সাজ্জাদ বলেন, আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা আবারও প্রমাণ করে ২০৪১ সালের মধ্যে একটি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উন্নত অর্থনীতি গড়ে তোলার জন্য ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পের প্রতি মানুষের আস্থা রয়েছে।
নবীন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইউজিসির সদস্য অধ্যাপক সাজ্জাদ বলেন, নির্বাচনের আগে ইআরডিএফবির ‘গো ভোট’ ক্যাম্পেইনে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ এবারে প্রথম ভোট দিয়েছেন যারা আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটানের অভিনন্দন
১১ মাস আগে