সন্ধ্যা ৭টা
সন্ধ্যা ৭টা থেকে নির্বাচনি পোস্টার-ব্যানার অপসারণ শুরু করবে ডিএসসিসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ব্যবহৃত পোস্টার, ব্যানারসহ নির্বাচরি প্রচারসংশ্লিষ্ট সামগ্রী অপসারণ কার্যক্রম শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডেই একযোগে এ কার্যক্রম শুরু করা হবে।
আরও পড়ুন: ডিএসসিসিতে গুরুত্বপূর্ণ ৫টি পদে রদবদল
সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে। করপোরেশনের প্রায় ২ হাজার ৫০০ জন পরিচ্ছন্নতাকর্মী এ কাজে সম্পৃক্ত থাকবে।
নির্বাচনি পোস্টার-ব্যানার অপসারণ প্রসঙ্গে করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা ৭টা থেকেই আমরা নির্বাচনি পোস্টার-ব্যানারসহ নির্বাচনি প্রচারকাজে ব্যবহৃত সংশ্লিষ্ট সামগ্রী অপসারণ কার্যক্রম শুরু করা হবে। সারা রাত এ কাজ চলবে। আজকের মধ্যে এ কাজ সম্পন্ন করা সম্ভব না হলে ধারাবাহিকভাবে আগামীকাল রাতেও এ কাজ পুনরায় শুরু করা হবে।’
আরও পড়ুন: ডিএসসিসির আওতাধীন ভোটকেন্দ্রে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত
তিনি আরও বলেন, এই অপসারণ কার্যক্রমের মাধ্যমে নির্বাচন পূর্ববর্তী অবয়বে আমরা ঢাকা শহরকে ফিরিয়ে আনতে চাই। এ কর্মযজ্ঞ বাস্তবায়নে সম্মানিত প্রার্থীদের আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করতে আহ্বান জানাই। এছাড়াও নগরীর সৌন্দর্য রক্ষার্থে নতুন করে কোনো ধরনের পোস্টার-ব্যানার-ফেস্টুন না লাগানোর জন্য নগবাসীকে আন্তরিকভাবে অনুরোধ করছি।’
আরও পড়ুন: একনেকে অনুমোদন পেল ডিএসসিসির ৮ লেনের সড়ক নির্মাণ প্রকল্প
১১ মাস আগে