মিজান মালিক
আলোচনায় মিজান মালিকের গান ‘প্রার্থনা’ ও ‘শুভ্র পৃথিবী’
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। যদিও তার আগেই সারাবিশ্বে ছড়িয়ে পড়া এই মহামারিতে লাখো মানুষের মৃত্যুর খবর সবাইকে বিচলিত করে তোলে।
করোনায় বন্ধ হয়ে যায় পবিত্র কাবাসহ মসজিদ ও ধর্মীয় উপাসনালয়। লকডাউনের কবলে পড়ে উন্নত বিশ্বের অনেক দেশ। বাংলাদেশেও ২৬ মার্চ থেকে লকডাউন দেয়া হয়। ওই সময় বিশ্বের মানুষ যে করুন সময়ে পড়ে, ঠিক এক বছর পর ফের বাংলাদেশের মানুষও করোনা দুঃসময়ের মধ্যে পড়েছে।
আরও পড়ুন: ইউটিউবে রিলিজ হলো মিজান মালিকের ‘খেয়া’
এক বছর আগে ২৭ মার্চ সাংবাদিক, গীতিকবি মিজান মালিক লিখেছিলেন ‘প্রার্থনা’ শিরোনামে একটি গান। এতে কন্ঠ দেন শিল্পী খালেদ মুন্না ও প্রীতম। বছর ঘুরে আবারও করোনার থাবা। আবারও সবার চোখেমুখে অন্ধকার।
সিনিয়র এহসান মাহবুব নামে একজন গানটির বিষয়ে বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যম গানটি ভাসছে। শুনলাম, চোখের পানি ধরে রাখতে পারিনি। লেখক তার লেখায় মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে বলেছেন, এই করোনা থেকে তিনি যেনো বিশ্ববাসীকে মুক্তি দেন।'
আরও পড়ুন:মিজান মালিকের আরেক সৃষ্টি ‘শুভ্র পৃথিবী’ আসছে শিগগরই
করোনাকালে সাংবাদিক মিজান মালিকের লেখা আরেকটি গান ‘শুভ্র পৃথিবী’ দুই সপ্তাহ আগে তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে রিলিজ পেয়েছে। গানটি গেয়েছেন এই প্রজন্মের শিল্পী কামরুজ্জামান রাব্বী। এই গানটিও বেশ আলোচনায় এসেছে। গানের কথায় জন্মের পর চেনা পৃথিবীকে আগের রূপে দেখতে চান।
গান দুটির বিষয়ে সাংবাদিক মিজান মালিক বলেন, 'দেশে করোনাকাল শুরু হলে সবার মতো আমারও মন বিষণ্ণ হয়ে উঠে। মানুষের মৃত্যুর মিছিল, নির্ঘুম রাত, কষ্টের প্রহর- এসব দেখে মন ব্যথাতুর হয়ে উঠে। আমি গানের কথা ‘প্রার্থনা’য় তুলে ধরি আমার আকুতি। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তুমি বিশ্ববাসীর মাথার ওপর থেকে এই মহামারী তুলে নাও। ‘শুভ্র পৃথিবী’ গানেও এই হাহাকার উঠৈ এসেছে। চেনা পৃথিবী যেনো আর এভাবে অচেনা না থাকে।’
আরও পড়ুন:আসছে তারকাবহুল ওয়েব সিরিজ ‘সিক্স’
গানের শিল্পী কামরুজ্জামান রাব্বী বলেন, 'আমি মিজান মালিক ভাইয়ের কয়েকটি গান গেয়েছি। এর মধ্যে ‘শুভ্র পৃথিবী’ গানটির আবেদন একেবারে ভিন্ন। আমিও পথ চেয়ে বসে আছি কবে করোনামুক্ত চিরচেনা পৃথিবীর দেখা পাব।’
৩ বছর আগে
মিজান মালিকের আরেক সৃষ্টি ‘শুভ্র পৃথিবী’ আসছে শিগগরই
অনুসন্ধানী সাংবাদিক, সৃষ্টিশীল লেখক, গীতিকবি মিজান মালিকের ‘খেয়া’ গানের পর এবার আসছে ‘শুভ্র পৃথিবী’।
৩ বছর আগে
ইউটিউবে রিলিজ হলো মিজান মালিকের ‘খেয়া’
সাংবাদিক ও সৃজনশীল লেখক মিজান মালিকের লেখা গান ‘খেয়া’ তার নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে।
৩ বছর আগে
‘গল্প ছাড়া মলাট’ এর প্রতিটি কবিতায় আছে আলাদা গল্প
একটি কবিতা, তা হতে পারে চার লাইন কিংবা দশ লাইন বা হতে পারে সনেট বা কুড়ি লাইন। কিন্তু তা কখনো উপন্যাস, এমনকি আকারে ছোট গল্পের ধারে কাছেও যায় না। অথচ কয়েক লাইনের ছোট কবিতা ব্যক্ত করতে পারে একটি বিশাল উপন্যাসের চেয়েও বেশি শক্তিশালী বক্তব্য, আগ্নেয়গিরির মতো উত্তাপ। কবি মিজান মালিকের " গল্প ছাড়া মলাট " কবিতার বইটি তেমনি। এর নামটা দেখার সাথে সাথেই বোদ্ধা পাঠকরা বুঝে ফেলবে বইটির অনেক কিছু। কারণ বইটি না বলা কথার অনেক কিছু অবলীলায় বলে দেয়। বইটিতে কবি একই সাথে প্রেম, ভালোবাসা, দ্রোহ ও সমাজের কবি। তাইতো তাঁর নিজের আশ্চার্যান্বিত হতাশাও শব্দের শিল্পীত আকারে প্রকাশ পায়। তাঁর প্রতিটি কবিতা যেনো একেকটি ছোট গল্প। এটা তার কবিতার বিশেষ দিক। কবিতায় তিনি বলেন,
" তুমি হয়তো পারবে চোখ বন্ধ করে সব ভুলে যেতে
কারণ সব দায় তো আমার কাঁধেই দিয়ে হয়েছো নিশ্চিত
আমিই অপরাধী! "
৪ বছর আগে
সাংবাদিক মিজান মালিকের ‘গল্প ছাড়া মলাট’ বইয়ের মোড়ক উন্মোচন
সাংবাদিক, লেখক ও গীতিকার মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’ বইয়ের মোড়ক উন্মোচন সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
৪ বছর আগে