নিরাপত্তা প্রহরী
নিখোঁজের ৫ দিন পর মাটির নিচ থেকে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর ফেরদৌস আলী (১৮) নামে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের রংপুর-নগরবাড়ি মহাসড়কের তালগাছী এলাকায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আখাউড়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
মৃত ফেরদৌস গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলের নিরাপত্তাপ্রহরী।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আরকে টেক্সটাইল মিলে যান ফেরদৌস। এরপর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন মিলে প্নেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অনুসন্ধান করতে থাকে। এক পর্যায়ে ওই কারখানাতে তার খোঁজ করে বুধবার দুপুরে মাটির নিচে চাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় নৌকা প্রার্থীর সমর্থকের লাশ উদ্ধার
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ চোরেরদল কারখানায় চুরি করতে এসেছিল এসময় বাঁধা দিলে ফেরদৌসকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য মাটিতে পুঁতে রেখে পালিয়ে গেছে চোরচক্র।
তিনি জানান, তবে চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
১১ মাস আগে