মিটার
নন্দীগ্রামে ‘চিরকুট’ লিখে মিটার চুরি, মূলহোতা গ্রেপ্তার
বগুড়ার নন্দীগ্রামে ‘চিরকুট’ লিখে মিটার চুরি চক্রের মূলহোতা আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জানুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্কাস আলী কাহালু উপজেলার মৃত আজিম উদ্দিন শেখের ছেলে।
আরও পড়ুন: চমেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, ফসলের মাঠে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করে একটি মোবাইল নম্বর লিখে চিরকুট ফেলে আসে সংঘবদ্ধ চক্র।
তিনি আরও বলেন, যোগাযোগ করলে মিটার ফেরত দেওয়ার শর্তে টাকা চাওয়া হয়। বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পাঠানোর পরপরই মিটার কোথায় আছে বলে দেন তারা।
আরও পড়ুন: চমেকে চুরি যাওয়া নবজাতক ফেনী থেকে উদ্ধার, আটক ২
এসআই বলেন, মিটার চুরির পর কথা বলা এবং আর্থিক লেনদেন করা মোবাইল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) আদালতে হাজির করা হলে চুরির বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন তিনি। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ফেনী থেকে উদ্ধার, ২ নারী আটক
শনিবার নন্দীগ্রাম থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া জানান, সম্প্রতি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চামটা মৌজার পুনাইল পূর্বমাঠে অবস্থিত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ইউপি সদস্য ইব্রাহিম আলী মণ্ডলের গভীর নলকূপের মিটার ও ইউসুফ আলী কাজীর মিটার চুরি হয়।
সংঘবদ্ধ চক্র নলকূপের দরজার সঙ্গে মোবাইল নম্বর লিখে চিরকুট রেখে যায়। ওই নম্বরে যোগাযোগের পর নগদের মাধ্যমে সাত হাজার টাকা পাঠানোর পর চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার সরিষা খেতে লুকানো আছে বলে জানায় চক্রের সদস্য।
আরও পড়ুন: কুড়িগ্রাম-রংপুর রেললাইন থেকে বোল্ট চুরি
সেখানে দুটি মিটার পাওয়া যায়। এই ঘটনায় ইউপি সদস্য ইব্রাহিম আলী থানায় মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে পুলিশ আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়।
তারা আরও বলেন, ‘আপনার মিটার চুরি হয়েছে, মিটার পেতে কল করুন’ এমন বার্তাসহ চিরকুট ফেলে যাওয়ার ঘটনা এ উপজেলায় বেশ আলোচিত।
আরও পড়ুন: চমেকে দুই পরিচ্ছন্নতাকর্মীর মারামারি, ১ জনের মৃত্যু
১১ মাস আগে