সাংবাদিকদ সংগঠন
নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ডিক্যাব
নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব)।
রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাংবাদিকদের ব্রিফিং শেষে ডিক্যাবের সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপুর নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা।
আরও পড়ুন: রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করব: রেলপথমন্ত্রী
এ সময় উপস্থিত ছিলেন- সহসভাপতি রবিউল হক, সহসভাপতি (নির্বাচিত) তানজিম আনোয়ার, যুগ্ম সম্পাদক মো. আরিফুজ্জামান, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মোর্শেদ হাসিব, কার্যনির্বাহী সদস্য পান্থ রহমান, ইশরাত জাহান, মীর মোস্তাফিজুর রহমান, পরিমল পালমা ও মাসুম বিল্লাহ।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি রাহীদ এজাজ ও আঙ্গুর নাহার মন্টি, সাবেক সহসভাপতি ও সাধারন সম্পাদক একেএম মঈনুদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মাহফুজ মিশু, তৌহিদুর রহমান, ইমরুল কায়েস।
আরও পড়ুন: পাট উৎপাদনে উৎসাহিত করা হবে: পাটমন্ত্রী
এসময় তারা কুশল বিনিময় করেন। আগামীর পথে বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় এক সঙ্গে কাজের প্রত্যাশা ব্যক্ত করেন নতুন পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন ড.হাছান মাহমুদ।
আরও পড়ুন: প্রকল্প শেষে গাড়ি জমা না দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জনপ্রশাসনমন্ত্রীর
১১ মাস আগে