দামুড়হুদা বাসস্ট্যান্ড
চুয়াডাঙ্গায় ৭ কেজি রূপা জব্দ
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে সাত কেজি রূপার গহনা জব্দ করেছে ডিবি পুলিশ। এ সময় পুলিশ দেখে মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যান এসব গহনা বহনকারী ব্যক্তি।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ৩ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি টহলদল গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেলে করে বাসস্ট্যান্ড অতিক্রম করছিলেন। ডিবি পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তিনি।
পরে জনসম্মুখে ডিবি পুলিশ মোটরসাইকেলের ছিটের নিচ থেকে সাত কেজি রূপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৪০ হাজার টাকা।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানে আসনের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণালঙ্কার জব্দ
চুয়াডাঙ্গা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সাত কেজি রুপাসহ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে এবং আসামি আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৩টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
১১ মাস আগে