মাইক্রোবাসের ধাক্কা
মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত
মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় নাহিদুজ্জমান নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টায় সদর উপজেলার মেহেরপুর—চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদুজ্জামান (৩০) রাজনগর মোল্লাপাড়া এলাকার সামসুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত ১১টায় নাহিদুজ্জামান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নাহিদুজ্জামান মাইক্রোবাসের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
১ মাস আগে
ঈদে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
নাটোরের নলডাঙ্গা উপজেলার অটো্ভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় জিয়াউর রহমান নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক জামিল। মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সোনাপাতিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, ঈদের ছুটি কাটাতে অটোভ্যান করে জিয়াউর রহমান তার গ্রামের বাড়ি হলুদঘরে যাচ্ছিলেন। সোনাপাতিল এলাকায় একটি মাইক্রোবাস অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশকে খরব দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, চালক নুর মোহম্মদসহ মাইক্রোবাসটি আটক করে পুলিশ। চালকের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাতৈল গ্রামে। এছাড়া আহত ভ্যানচালকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
বগুড়ায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ মোটরশ্রমিক নিহত
৮ মাস আগে
সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের (বরখাস্ত) মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল হাসান সানী (২৯) সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মহানগর পুলিশে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। দুই মাস আগে তাকে বরখাস্ত করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শফিউল হাসান সানী মোটরসাইকেলযোগে গোয়ালাবাজারে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় যাওয়া পথে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জানান, মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১১ মাস আগে