পদ্মায় ফেরিডুবি
পদ্মায় ফেরিডুবি: এখনও উদ্ধার হয়নি ডুবে যাওয়া ফেরি ও ৬ ট্রাক
পাটুরিয়ায় ফেরিডুবির তৃতীয় দিন শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে উদ্বারকারী জাহাজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ফেরি উদ্ধারের মূল কাজ শুরু করতে পারেনি।
তবে সরেজমিনে দেখা যায়, প্রত্যয় জাহাজের হুক ডুবন্ত ফেরিতে বিকাল সাড়ে ৫ পর্যন্ত লাগাতেই সক্ষম হননি। এটাকে উদ্ধার কাজ শুরু বলা যায়না বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত ট্রাকচালক ও মালিকদের।
অপরদিকে প্রত্যয় আসার পর অলস সময় পার করছেন উদ্বারকারী জাহাজ রুস্তম ও হামজা।
মুজিবল হক নামে ভুট্টা ব্যাসায়ী বলেন, আগে বলেছে প্রত্যয় আসলে বাকী ট্রাক উদ্ধারের কাজ শুরু হবে। টিভিতে কর্তৃপক্ষ বক্তব্য দিচ্ছে প্রত্যয় কাজ শুরু করেছে। অথচ ঘাটে ২টার দিকে পৌঁছালেও বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত প্রত্যয় ফেরির উঠানোর আংশিক কাজ শুরুই করতে পারেননি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, আমরা তিনটি ট্রাক এ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকী ছয়টি ট্রাক বের করতে পারিনি তাই এখন ফেরি উঠানোর কাজ করেছি। প্রত্যয় ঘাটে এসে কাজ শুরু করেছে বলে দাবি করেন এই কর্মকর্তা।
বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট শাহপরান ইমন বলেন, ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ও বিআইডব্লিউটিসির ডুবুরি দল একসঙ্গে কাজ করছে। নিখোঁজ হুমায়ন কবিরকে আমরা শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুঁজে পাইনি।
কেন দেরী হচ্ছে ফেরি উঠাতে এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, দেখেন একটি ভাসমান ফেরি আর ডুবন্ত ফেরির পজিশন এক নয়। এ ডুবন্ত ফেরিটি সম্পূর্ণ উল্টো অবস্থায় আছে। তাই আমাদের অপারেশন পরিচালনা করতে একটি বিলম্ব হচ্ছে। তবে আমাদের ফেরি উদ্ধারের দৃশ্যমান কাজ শুরুর চেষ্টা করছি।
বিআইডব্লিউটির চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, শুক্রবার সকাল থেকে আমারা ডুবন্ত ফেরির বিভিন্ন শক্ত স্থানে রশি দিয়ে বাধার কাজ করছি। আমারা ফেরির ভিতরে ১০টি ইয়ার লিফটিং ব্যাগ ডুকানো হয়েছে। এখন ঐ ব্যাগে বাতাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুপুর ২টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসছে। বিকাল ৪ টার দিকে ডুবন্ত ফেরির নিকট পৌঁছালেও মূল কাজ শুরু করতে পারি নাই।
সন্ধ্যা সাড়ে ৬টায় আজকের মত উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করে তিনি বলেন,শনিবার সকালে আবার উদ্ধারকাজ শুরু করা হবে।
উল্লেখ্য, বুধবার রজনীগন্ধা ফেরি সকাল সাড়ে ৮টার দিকে ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়ার ৫ নাম্বার ফেরিঘাটের নিকটে নিচের অংশ ফেটে পানি ঢুকে ডুবে যায়। ২০ জন যাত্রী উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ন কবির। আর ডুবে যাওয়া ৯টি ট্রাকের মধ্যে ৩টি ট্রাক উদ্ধার করতে পেরেছে।
এদিকে প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছানোর ৪ ঘন্টা অতিবাহিত হলেও মূল উদ্বার তৎপরতা শুরু না হওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ট্রাক চালক, মালিক ও নিখোঁজ ইঞ্জিন চালক হুমায়ন কবিরের স্বজনরা।
১১ মাস আগে