ঢাকার নবাবগঞ্জ
নবাবগঞ্জে সেই অটোরিকশাচালক হত্যার রহস্য উদঘাটন
ঢাকার নবাবগঞ্জে অটোরিকশাচালক রাকিবকে গুমের পর হত্যাকাণ্ডের ঘটনায় লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশরাফুল ও ইয়াসিন নামে দুই যুবককে আটক হয়েছেন। পুলিশ হত্যাকারীদের তথ্য অনুযায়ী লাশটি উদ্ধার করে।
শনিবার (১৮ জানুয়ারি) নবাবগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তারা জানান, ১৫ জানুয়ারি সকালে অটোরিকশা নিয়ে বের হন রাকিব। পরে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেন তার স্বজনরা। একপর্যায় না পেয়ে রাকিবের বড় ভাই রবিউল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিবের ফোনের কল লিস্টের সর্বশেষ নম্বরটি বের করে সন্দেহভাজন হিসেবে আশরাফুল ও ইয়াসিনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: রাতে মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা রাকিবকে হত্যার কথা স্বীকার করে জানান, ইয়াসিন ও তার মামাতো ভাই মিলে অটোরিকশাটি নেওয়া জন্য রাকিবকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে গুম করে ফেলে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে গিয়ে রাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
৩৫৭ দিন আগে
পথচারীকে বাঁচাতে গিয়ে নারী মোটরসাইকেল চালক নিহত
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা কাঞ্চিরাম সেতুর সামনে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
২১৬৮ দিন আগে