মুখার্জি
সব সময় আমাকে সংগ্রাম করতে হয়েছে: স্বস্তিকা মুখার্জি
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির ‘বিজয়ার পরে’ সিনেমা। এটির পরিচালক অভিজিৎ শ্রী দাস। সিনেমাটির প্রদর্শনের সময় ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টা।
এই উপলক্ষে এরইমধ্যে ঢাকায় পা রেখেছেন স্বস্তিকা মুখার্জি। রবিবার (২১ জানুয়ারি) ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে আয়োজিত ‘উইমেন ইন সিনেমা’ বিষয়ক কনফারেন্সে যোগ দেন এই তারকা। যেখানে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন তিনি।
বাংলাদেশের কাজ নিয়মিত দেখেন স্বস্তিকা। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর বেশ ভক্ত তিনি। বিশেষ করে আফরান নিশোর অভিনয় এই তারকার বেশি পছন্দ বলেও জানান।
আরও পড়ুন: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছে ৭৪ দেশের ২৫২ সিনেমা
স্বস্তিকা বলেন, ‘বিমানবন্দর থেকে আসার সময় এক বিজ্ঞাপনে আফরান নিশোর ছবি দেখে লাফিয়ে উঠি। তার সুড়ঙ্গ সিনেমাটি আমি দুইবার দেখেছি। এছাড়াও তার ওয়েব সিরিজগুলোও দেখা হয়েছে।’
সিনেমায় নিজের চরিত্র বেশ চিন্তা করেই বাছাই করেন স্বস্তিকা। তার কাজগুলোকে অন্য ১০ জনের থেকে আলাদাও করা যায়। নিজের এই চরিত্র নির্বাচন প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘বিভিন্ন সিনেমায় আমি এমন চরিত্রগুলো করেছি, যারা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে জানে। যে চরিত্ররা গতানুগতিক নয়। এমন একটা সময়ও এসেছিল, যখন আমার কোনো সিনেমা সেন্সর বোর্ডে গেলে, সেটা না দেখেই রিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হতো। সব সময় আমাকে সংগ্রাম করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিল্পীদেরও একটা দায়িত্ব থাকে, শিল্পী হিসেবে তারা কী ধরনের ন্যারেটিভের সঙ্গে যুক্ত হতে চাইছে অথবা চাইছে না। অসংখ্য তরুণ দর্শক আমার সিনেমা দেখে, সোশ্যাল মিডিয়ায় ফলো করে, অনুসরণ করতে চায়। সুতরাং মাথায় সব সময় থাকে, এমন চরিত্র আমার বেছে নেওয়া উচিত, যা সবাইকে অনুপ্রাণিত করবে। যদিও অভিনয়ই আমার রুটি-রোজগার। তবে, শুধু রোজগারের জন্য আমাদের সিনেমা করা উচিত নয়।’
আরও পড়ুন: নাম্বার ওয়ান কোম্পানির সঙ্গে যুক্ত হলাম: শাকিব খান
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চে আসছে ‘ক্রীতদাসের হাসি’
১১ মাস আগে