২ বন্ধু
রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু
রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া-পাচুরিয়া সড়কের শান্তিনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) ভোরে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। সকালে আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ ও লালন শেখের ছেলে রাজন শেখ।
আব্দুল আলিম জানান, সোহাগ ও রাজন মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে রেখেছেন।
আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘তিনদিন আগে রাজন মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবেন বলে গলায় ফাঁস নিতে যায়। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।’
আরও পড়ুন: সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত
জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
৯ মাস আগে
জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
জামালপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কাকন ও সিনাথ টিকাদার নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত
নিহত কাকন জামালপুর সদর উপজেলার শাহবাজপুর কাচারিপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে এবং স্থানীয় কৈডোলা-শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
অপর নিহত সিনাথ টিকাদার পার্শ্ববর্তী ভেলা পিঙ্গলহাটি গ্রামের সুমন টিকাদারের ছেলে এবং একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পিকনিক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে বাড়ি ফেরার পথে শাহবাজপুর কাচারি মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তারা।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত
১০ মাস আগে
জামালপুরে ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু
জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতদের একজন শিক্ষার্থী অপরজন গার্মেন্টস কর্মী।
সোমবার (২২ জানুয়ারি) জামালপুর-দেওয়ানগঞ্জ রেল সেকশনে মেলান্দহ উপজেলার রুকনাই বটতলা রেল ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল মেলান্দহ উপজেলার পূর্ব রুখনাই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন এবং অপরজন মজিবর রহমান একজন গার্মেন্টস কর্মী।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মজিবর একই গ্রামের শহিদ মিয়ার ছেলে। মজিবর রহমান গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত এক মাস ধরে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন।
জামালপুর রেলওয়ে থানা সূত্র জানায়, দুর্ঘটনার সময় দুই বন্ধু রেললাইনে উপর বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেমস্ খেলছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। কিন্তু কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছেই তাদের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে ট্রেনে কাটা পড়ে নিহত ১
কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
১১ মাস আগে