জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতদের একজন শিক্ষার্থী অপরজন গার্মেন্টস কর্মী।
সোমবার (২২ জানুয়ারি) জামালপুর-দেওয়ানগঞ্জ রেল সেকশনে মেলান্দহ উপজেলার রুকনাই বটতলা রেল ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল মেলান্দহ উপজেলার পূর্ব রুখনাই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন এবং অপরজন মজিবর রহমান একজন গার্মেন্টস কর্মী।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মজিবর একই গ্রামের শহিদ মিয়ার ছেলে। মজিবর রহমান গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত এক মাস ধরে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন।
জামালপুর রেলওয়ে থানা সূত্র জানায়, দুর্ঘটনার সময় দুই বন্ধু রেললাইনে উপর বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেমস্ খেলছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। কিন্তু কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছেই তাদের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে ট্রেনে কাটা পড়ে নিহত ১