৩ কেজি চাল
৩ কেজি চাল নিয়ে দ্বন্দ্ব, ভগ্নিপতি হাতে শ্যালক খুন!
কক্সবাজারের টেকনাফে তিন কেজি পাওনা চাল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালক নিহতের অভিযোগ উঠেছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় টেকনাফ সাবারাং প্যান্ডেল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পর ভগ্নিপতি পালিয়ে যায়।
নিহত শাহ আলম শ্রমিক।
আরও পড়ুন: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী জানান, ভগ্নিপতি জাফর আলমের কাছ থেকে ধার নেওয়া তিন কেজি চাল নিয়ে বিবাদে জড়ায় শাহ আলম।
ওসি আরও জানান, এক পর্যায়ে শাহ আলমকে ছুরিকাঘাত করেন জাফর। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে কক্সবাজার যাওয়ার পথেই তার মৃত্যু হয়। জাফর আলমকে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: কম দামে মাংস বিক্রির জেরে কসাইকে খুনের অভিযোগ
আপন ভাতিজার হাতে খুন হন বিউটিশিয়ান রিক্তা
১০ মাস আগে