জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকের একজন চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়নগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
তিনি বিস্তারিত জানাতে অপারগতা দেখালেও ওই চিকিৎসক নারায়ণগঞ্জের বাসিন্দা নন বলে জানান।
বর্তমানে ওই চিকিৎসক রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে, শনিবার ভোরে জেলা শহরে জ্বর, কাশি এবং নাকের সমস্যায় আক্রান্ত এক ব্যবসায়ী মারা গেছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চিকিৎসকদের বরাত দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী জানান, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি বলেন, ‘যদিও চিকিত্সকরা নিশ্চিত করেছেন ওই ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তারপরও আমরা তার সংস্পর্শে আসা ১৩ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার আদেশ দিয়েছি।’
এছাড়াও শনিবার নারায়ণগঞ্জ জেলায় নতুন করে আরও ২৬ জনকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।