কলারোয়া
কলারোয়া সীমান্তে ৫ কোটি টাকার আইস জব্দ
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা।
বুধবার (৩১ জানুয়ারি) ভোরে কলারোয়ার কুটিবাড়ি সীমান্ত এলাকায় এই মাদক জব্দ করা হয়।
তবে কাউকে আটক করা হয়নি।
আরও পড়ুন: মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, কারেন্ট জাল ও জাটকা জব্দ
বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কুটিবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ব্যাগ থেকে এক কেজি আইস জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
এ বিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক।
আরও পড়ুন: বেনাপোলে ২টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
চট্টগ্রাম বিমানবন্দরে ৪টি স্বর্ণের বার জব্দ, আটক ২
১০ মাস আগে