সমিতি পাড়া
কক্সবাজারে দাদিকে বাঁচাতে গিয়ে নাতি খুন
কক্সবাজার শহরের সমিতি পাড়ায় দাদিকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরির আঘাতে নাতি আলাউদ্দিন (১৭) নিহত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া এলাকার বাসিন্দা ইমরানের পুত্র।
আরও পড়ুন: শিবগঞ্জে বাবার হাতে ছেলে খুনের অভিযোগ
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল জানান, নিহত কিশোরের দাদি ছোট্ট একটি চায়ের দোকান করেন। সেখানে স্থানীয় যুবক ফজল করিম, মুমিন চা খান।
চায়ের বিল চাওয়ায় দোকানিকে মারধর করে ছুরির আঘাত করে তারা। এ সময় দাদিকে বাঁচাতে এলে দুর্বৃত্তদের ছুরির আঘাতে নিহত হয় নাতি আলাউদ্দিন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে ৩৩ বছর পর খুনের মামলায় দুজনের ফাঁসির আদেশ
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, দুর্বৃত্তদের ছুরির আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সিলেটে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক খুনের অভিযোগ, গ্রেপ্তার ২
১০ মাস আগে