২ মেয়ে
স্ত্রী ও ২ মেয়েকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা
নীলফামারী সদর উপজেলার চড়াইখোলায় স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুর রহমান মোল্লা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল এলাকার মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: খুলনায় ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
নিহতরা হলেন— আশিকুর রহমান মোল্লার স্ত্রী তহুরা বেগম (৩৫), তার দুই মেয়ে আয়শা আক্তার (৮) ও জেরিন আক্তার (৫)।
পুলিশ জানায়, স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আশিকুর। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার গোলাম সবুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকাসক্ত ও ঋণগ্রস্ত ছিলেন আশিকুর রহমান মোল্লা। এ কারণেই হয়তো তিনি স্ত্রী ও সন্তানকে হত্যা করেন।
আরও পড়ুন: নোয়াখালীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
২০২৩ সালে সারাদেশে আত্মহত্যা করেছে ৫১৩ শিক্ষার্থী: আঁচল ফাউন্ডেশন
১০ মাস আগে