ডিউটি
ইজতেমায় ডিউটিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসচাপায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন।
এ ঘটনায় অপর এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
আরও পড়ুন: গোয়ালন্দে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ২ ভাই নিহত
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত ছিলেন।
আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) আমির হামজা মানিকগঞ্জ জেলার পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এএসআই হাসান একটি মোটরসাইকেলে ইজতেমায় ডিউটিতে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এলে পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়।
আরও পড়ুন: কেনিয়ার রাজধানীতে গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ২৭১ জন
পরে টঙ্গী থানা পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে ওই হাসপাতালে এসআই আমির হামজার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাসচাপায় সহকারী উপপরিদর্শক হাসান নিহত ও উপপরিদর্শক আমির হামজা আহত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে আহত আমির হামজার চিকিৎসা চলছে। বাসটি শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১০ মাস আগে