কাপড় ব্যবসায়ী
রাজবাড়ীতে বাসচাপায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস গোল্ডেল পরিবহনের চাপায় আকবর মল্লিক নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গোয়ালন্দ বাজার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ইজতেমা প্রাঙ্গণে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু
নিহত আকবর মল্লিক জেলার খানখানাপুর মুকুন্দিয়া গ্রামের মনছের মল্লিকের ছেলে। আকবর মল্লিক গোয়ালন্দ বাজারে কাপড়ের ব্যবসা করেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকবর মল্লিককে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মো. রোকন উজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
আরও পড়ুন: মীরসরাইয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের মৃত্যু
এ বিষয়ে রাজবাড়ী আলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম আল মামুদ বলেন, আমরা গোল্ডেন লাইনের পরিবহন (কুষ্টিয়া ব-১১-০০৪৮) আটক করেছি।
তবে চালক ও সহকারী দুজনই পালিয়ে গেছেন। লাশটি ময়নাতদন্ত শেষে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পুকুরে ডুবে ট্রাক চালকের সহকারীর মৃত্যু
১০ মাস আগে