পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই পোশাককর্মীর মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী পোশাককর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও ৩ যাত্রী।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী আসমা আক্তার (৩৫) ও শিরিনা আক্তার (৩৮)।
আরও পড়ুন: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, উথুরা-সাগরদিঘী সড়কে উত্তরা বাজারের জাহিদ ট্রেডার্সের সামনে ভোর ৬টার দিকে মুরগি বহনকারী পিকআপের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আসমা আক্তার ও শিরিনা আক্তার নামে দুই নারী পোশাককর্মীর মুত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় অটোরিকশার চালকসহ আরও ৩ যাত্রী।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ৩
১০ মাস আগে