বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়
শেবাচিমের কোয়ার্টার থেকে আইএইচটি ছাত্রীর লাশ উদ্ধার
বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তৃতীয় শ্রেণির কোয়ার্টার থেকে আইএইচটির শিক্ষার্থী অন্তরা পানুয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের তৃতীয় শ্রেণির কোয়ার্টারের রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এর আগে দরজার ফাঁক দিয়ে অন্তরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় সহপাঠীরা।
আরও পড়ুন: কুড়িগ্রামে ভুট্টা খেতে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
অন্তরা পটুয়াখালী জেলার খলিসাখালি উপজেলার অনুকূল চন্দ্র পানুয়ার মেয়ে। তিনি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) বরিশালের দ্বিতীয় বর্ষের ডেন্টাল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
অন্তরার সহপাঠী সুরাইয়া আক্তার বলেন, আইএইচটির ইন্সট্রাক্টর তাহের সুমনের মাধ্যমে অন্তরা রবিবার এই রুমে উঠেন। সোমবার সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। অন্তরার মৃত্যুর বিষয়টি তার স্বামী তাপসকে জানিয়েছি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন: লালমনিরহাটে ভুট্টা খেত থেকে নবজাতকের লাশ উদ্ধার
কুষ্টিয়ায় পদ্মার চর থেকে যুবকের ৯ টুকরা লাশ উদ্ধার
১০ মাস আগে