বাংলাদেশের অবস্থান শক্তিশালী
মিয়ানমার সীমান্তে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা হয়েছে: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে সৃষ্ট উত্তেজনার মধ্যে সীমান্তে বাংলাদেশ তার অবস্থার শক্তিশালী করেছে।
তিনি বলেন, ‘আমরা সীমান্ত খুলে দেওয়ার পক্ষে নই এবং আমরা কাউকে এই সুযোগ দিতে দেব না। মিয়ানমার সংঘাত নিয়ে বাংলাদেশ তাদের উদ্বেগের কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাতিসংঘে চিঠি দেবে।’
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, 'যারা বাংলাদেশে পালিয়ে এসেছে তারা তাদের সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর সদস্য, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল এবং তারা তাদের ফিরিয়ে নেবে এবং অবশ্যই ফিরিয়ে নিতে হবে। তাদের ফিরিয়ে না নেওয়ার কোনো বিকল্প নেই।’
কাদের বলেন, ‘আমরা আমাদের সীমান্তে আতঙ্ক জিইয়ে রাখতে পারি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং জাতিসংঘে চিঠি দেবে। ভারতের সঙ্গেও মিয়ানমারের সীমান্ত রয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখন ভারতে আছেন। এরই মধ্যে ভারতের সঙ্গে মায়ানমার সীমান্ত ইস্যুসহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’
বিরোধী দল বিএনপির বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার কথা বলায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।
তিনি বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বার্তা দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্টও একটি বার্তা দিয়েছেন। এখন বিএনপির সব আশা শেষ। তারা ভেবেছিল বিদেশি বন্ধুরা তাদের পাশে দাঁড়াবে। তাদের আশা একেবারেই শেষ হয়ে গেছে।’
আরও পড়ুন: মিয়ানমারে সংঘাত ও সীমান্ত সমস্যা নিয়ে যা বললেন কাদের
বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান ও অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি প্রথম ক্ষমতায় থাকাকালে রোহিঙ্গাদের এখানে আসার অনুমতি দিয়েছিল। ‘তারা কি তাদের অতীত ইতিহাস ভুলে গেছে?’
তিনি বলেন, ‘আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন, জাতিসংঘসহ সবাই তার প্রশংসা করেছেন।’
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ ও জমা প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক বলেন, গত তিন দিনে মোট ১ হাজার ৫৪৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। আগামী ১৪ ফেব্রুয়ারি দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রবেশের ক্ষেত্রে উদারতার সুযোগ নেই: ওবায়দুল কাদের
৯ মাস আগে