২ সদস্য
পিএসসির চেয়ারম্যানসহ ১২ সদস্যের পদত্যাগ
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানান, মঙ্গলবার বিকেলে পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন সোহরাব।
আরও পড়ুন: প্রশ্নফাঁস: পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালকসহ ১৭ জন গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম পিএসসির সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে এই পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।
চাকরি প্রার্থীদের নিয়োগ পরীক্ষা এই সপ্তাহেই শুরু হওয়া উচিত বলে জোর দেন তিনি। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যুবকদের অগ্রাধিকারের কথা ভুলে যাওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি।
২০২০ সালের ১৬ সেপ্টেম্বর পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সোহরাব হোসাইন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা সোহরাব শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: প্রশ্নফাঁসের প্রমাণ পেলেই রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল: পিএসসি চেয়ারম্যান
২ মাস আগে
বান্দরবানে কেএনএফের ২ সদস্য নিহত
বান্দরবানের রুমা উপজেলার সৈকত পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: কেএনএফের তৎপরতা নিয়ে ঢাকায় সুনির্দিষ্ট কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালানো হয়।
অভিযানে কেএনএএফের দুই সদস্য নিহত হয়েছেন।
এ সময় বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত: আইএসপিআর
বান্দরবানে অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য গ্রেপ্তার: আইএসপিআর
৪ মাস আগে
নারায়ণগঞ্জে জেএমবির ২ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
পগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় দেন।
আরও পড়ুন: অস্বাস্থ্যকর টয়লেটের কারণে ঢাকার হাসপাতালগুলোতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: আইসিডিডিআর,বি
যাবজ্জীবন কারাদণ্ড তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক বরগুনার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে এবং জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কাশেম আলীর ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ বলেন, রূপগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এসময় আসামিরা আদালতে উপস্থিতি ছিলেন।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার ডিএমডি ইয়াজদানির বরখাস্তের সিদ্ধান্ত হাইকোর্টে বাতিল
বারিধারায় পুলিশ হত্যার ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি গঠন
৬ মাস আগে
আরএনবির ২ সদস্যকে মারধরের অভিযোগ র্যাবের বিরুদ্ধে
নাটোর রেলস্টেশনে টিকিট চেক করাকে কেন্দ্র করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও র্যাবের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আরএনবির দুই সদস্যকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে।
নাটোর স্টেশন কর্তৃপক্ষ জানায়, ট্রেনের যাত্রী সাদা পোশাকে থাকা র্যাব সদস্য আল মামুনের কাছে আরএনবি সদস্যরা টিকিট দেখতে চাইলে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আরএনবি সদস্যরা ওই যাত্রীকে টেনেহিঁচড়ে তাদের অফিস কক্ষে আটকে রাখে।
আরও পড়ুন: জবি ছাত্রীকে মারধরের অভিযোগে হল থেকে বহিষ্কার আরেক শিক্ষার্থী
পরে ওই যাত্রী র্যাবকে জানালে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা রেল স্টেশনে গিয়ে ওই র্যাব সদস্যকে উদ্ধার করে। একই সঙ্গে মুক্তার হোসেন ও জিয়া নামে আরএনবির দুই সদস্যকে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
নাটোর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শাফায়াত জানান, রাত সাড়ে ১০টার দিকে খাকি পোশাক পরা দুই ব্যক্তিকে তার কাছে নিয়ে এসেছিল র্যাব সদস্যরা। ওই দুই ব্যক্তি তাদের শরীরে প্রচণ্ড ব্যথা বলে জানিয়েছেন। খুব দ্রুত র্যাব সদস্যরা তাদের নিয়ে চলে যান।
রেলওয়ে পাকশির বিভাগীয় ম্যানেজার শাহ সুফি নুর মোহম্মদ বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে নাটোর র্যাব ক্যাম্পে নিয়ে চোখ বেঁধে পেটানো হয়েছে। পরে তাদের বিরুদ্ধে যাত্রীকে মারধরের অভিযোগ দিয়ে সান্তাহার জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, রেলওয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে না জানিয়ে ডিউটিতে থাকা দুইজন সরকারি কর্মচারীকে এভাবে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা কোনোভাবেই কাম্য হতে পারে না।
র্যাব তার ক্ষমতার অপব্যবহার করেছে বলেও দাবি করেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নূর মোহম্মদ।
আরও পড়ুন: যশোরে ভাই ও মা-বাবার মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ
৯ মাস আগে
মাস্টারকার্ড ও ভিসা কার্ড প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেপ্তার
মাস্টারকার্ড ও ভিসা কার্ড অ্যাকাউন্টের তথ্য নিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রবিউল মিয়া ও নজরুল ইসলামকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: জাবি ক্যাম্পাসে ধর্ষণের ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার
গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির সাইবার ক্রাইম ইউনিট বৃহস্পতিবার দিনাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন সেট ও ১০টি সক্রিয় সিম জব্দ করা হয়।
অধিকাংশ সিম ভুয়া পরিচয়ের নামে নিবন্ধিত। এসব ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৩ জানুয়ারি রমনা থানায় দায়ের করা মামলায় রবিউল ও নজরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি রিমান্ডে, গ্রেপ্তার আরও ১ আসামি
চট্টগ্রামের বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান লিয়াকত ঢাকায় গ্রেপ্তার
১০ মাস আগে