পগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় দেন।
আরও পড়ুন: অস্বাস্থ্যকর টয়লেটের কারণে ঢাকার হাসপাতালগুলোতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: আইসিডিডিআর,বি
যাবজ্জীবন কারাদণ্ড তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক বরগুনার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে এবং জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কাশেম আলীর ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ বলেন, রূপগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এসময় আসামিরা আদালতে উপস্থিতি ছিলেন।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার ডিএমডি ইয়াজদানির বরখাস্তের সিদ্ধান্ত হাইকোর্টে বাতিল