বিশ্ব ক্যান্সার দিবস
গণস্বাস্থ্য কেন্দ্রে ১২ হাজার টাকায় ক্যান্সার চিকিৎসা
এখন থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশ্বখ্যাত আইসোটোপ-বিহীন ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপিতে সাশ্রয়ী খরচে ক্যান্সার চিকিৎসা করা যাবে। এতে মোট খরচ লাগবে মাত্র ১২ হাজার টাকা।
৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শনিবার ( ৫ ফেব্রুয়ারি) এক সেমিনারের আয়োজন করে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এতে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এসময় প্রতিষ্ঠানটি ক্যান্সার চিকিৎসার নানা দিক তুলে ধরে।
আরও পড়ুন: করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট অকার্যকর: বিএসএমএমইউ
সভাপতির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ক্যান্সার হলে একজনের মৃত্যু ঘটে না, পুরো পরিবারের মৃত্যু ঘটে। জায়গা জমি বিক্রি করে দিতে হয়। চিকিৎসা ব্যায়ের তুলনায় সাময়িক নিরাময় হলেও পূর্ণাঙ্গ নিরাময় হয় না। আগে ক্যান্সার চিকিৎসার পদ্ধতি অনেকটা জটিল ছিল। কিন্তু বর্তমানে নতুন প্রযুক্তিতে যে মেশিন আবিষ্কার হয়েছে সেটাই ক্যান্সার চিকিৎসা সহজ হয়েছে। নতুন এই মেশিনে কোন সোর্স ব্যবহার করতে হয় না। ডিস্পোজালের ঝামেলা নেই। সময় কম লাগে। এটা বাংলাদেশের প্রথম মেশিন। আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে কেমোথেরাপির ব্যবস্থা আছে, সার্জিক্যাল অনকোলজির ব্যবস্থা আছে, এখন তো ব্রেকিথেরাপির ব্যবস্থাও আছে এবং আমাদের এখানে বোনমেরু রিপ্লেসমেন্টের ব্যবস্থাও নিয়েছি। তিনি বলেন, ইতোমধ্যেই আমরা রেডিএক্সেলের (Radixact-7) সব চেয়ে আধুনিক ভার্সনের অর্ডারও দিয়েছি। আশা করি আগামী ছয় মাসের মধ্যে ডিডিআর এক্সেলেটরও স্থাপন করব।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেস্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যান্সার বিভাগের কোওর্ডিনেটর ডা. সামিম উল মওলা, প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম।
সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট সাবেক পরিচালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যান্সার বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ হাই, জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট সহযোগী অধ্যাপক হাবিবউল্লাহ তালুকদার রাসকিন, বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, ইতালি থেকে জুমে অংশ নেন দক্ষিণ এশিয়ার জপ্টের প্রধান পিয়ারে ফ্রান্সেসকো, গণস্বাস্থ্য কেন্দ্রের কার্ডিওলজি বিভাগে সহযোগি অধ্যাপক সাইদ-উজ জামান অপু প্রমুখ।
২ বছর আগে
ইউনাইটেড হসপিটালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত
ইউনাইটেড হসপিটালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। ‘ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি’- এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ইউনাইটেড হসপিটালের ক্যান্সার কেয়ার সেন্টারের চিকিৎসকরা হসপিটালের অন্যান্য বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি সচেতনতামূলক সেশনের আয়ে়াজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড হসপিটালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. শান্তি বানসাল।
বক্তব্যে তিনি বলেন, ইউনাইটেড হসপিটালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগ বাংলাদেশে প্রথম নিজস্ব সাইক্লোট্রনে উৎপাদিত আইসোটপের মাধ্যমে পেট-সিটি স্ক্যান চালু করে।
আরও পড়ুন: ইউনাইটেড হাসপাতালের ডিএমএসের পদে ডা. শান্তি বানসালের যোগদান
ডা. শান্তি বানসাল বলেন, ইউনাইটেড হসপিটালের ক্যান্সার কেয়ার সেন্টার চালুর শুরু থেকে এখন পর্যন্ত সফলতার সঙ্গে ক্যান্সার রোগীদের বিশ্বমানের চিকিৎসার পাশাপাশি কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি সেবাও প্রদান করে আসছে। মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনাইটেড হসপিটালের সহযোগী প্রতিষ্ঠান ইউনিকেয়ার ধানমন্ডিতেও এই সেবা চালু করবেন বলে তিনি উল্লেখ করেন।
কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার জনাব মাসুদ আহমেদের পরিচালনায়
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্যান্সার কেয়ার সেন্টারের চিকিৎসক ডা. রশিদ উন নবী, ডা. অসীম কুমার সেনগুপ্ত, ডা. শরীফ আহমেদ ও নিউক্লিায়ার মেডিসিন ও মলিকুলার ইমেজিং বিশেষজ্ঞ ডা. এম এ ওয়াহাবসহ অন্যান্য অফিসিয়ালসরা।
২ বছর আগে
ভ্যাকসিন নিয়ে দেশে ও দেশের বাইরে একটি মহল ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার বলেছেন, দেশের কিছু মানুষ ও একই সাথে বিদেশে থাকা কিছু ষড়যন্ত্রকারী মিলে দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু করেছে।
৩ বছর আগে
দেশে ক্যান্সার রোগী ১৫ লাখ, প্রতিবছর মারা যান দেড় লাখ
দেশে ক্যান্সার রোগী আছেন প্রায় ১৫ লাখ। আর তাদের মধ্যে প্রতিবছর মারা যান দেড় লাখ।
৪ বছর আগে