৮টি ছাগল
সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ে ৮টি ছাগলের মৃত্যু
নারায়ণগঞ্জে আগুনে একটি ছাগলের খামারে আগুন লেগে আটটি ছাগল পুড়ে মারা যায়।
শনিবার দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জে গ্যাসলাইন এলাকার রুপালী বেগমের ছাগলের খামারে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পিরোজপুরে ৩টি বসতঘর আগুনে পুড়ে ছাই
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই এই ঘটনা নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রুপালীর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে খামারে। খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় খামারের আটটিটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর জুরাইনে গ্যাসের চুলার আগুনে নারীসহ ৩ জন দগ্ধ
মণিরামপুরে চায়ের দোকানে আগুনে নিহত ১
১০ মাস আগে