ভুল রাজনীতি
বিএনপি ভুল রাজনীতির চোরাবালিতে আটকে গেছে: কাদের
বিএনপিকে এখন পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা এখন নিষ্ক্রিয়, তারা ভুল করছে।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) আসলে ভুল রাজনীতির চোরাবালিতে আটকে আছে।’
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মিয়ানমারে সংঘাত ও সীমান্ত সমস্যা নিয়ে যা বললেন কাদের
বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির রাজনীতি খাদের অনেক গভীরে চলে যাচ্ছে। ‘আগে এটি খাদের কিনারায় থাকলেও এখন খাদের গভীরে চলে যাচ্ছে।’
পুলিশ হেফাজতে বিএনপির ১৫ নেতা-কর্মী নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘কোথায়, কীভাবে মারা গেল? কোন কারাগার বা হেফাজতে? অন্ধকারে ঢিল ছুঁড়লে হবে না।’
মেট্রোরেল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের সেবার উপর যাত্রী নির্ভরশীলতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মেট্রোরেলে চলাচল যাতায়াত সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কারিগরি কারণে কোচ সংখ্যা বাড়ানো যায়নি তবে বর্তমান ১০ মিনিটের পরিবর্তে আট মিনিট পর পর ট্রেন চালানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের কোচের সংখ্যা বাড়ানো কারিগরি বিষয়ের উপর নির্ভর করছে।
তিনি বলেন, ‘বিশ্বে পাঁচটির বেশি কম্পার্টমেন্ট নিয়ে কোনো মেট্রোরেল না থাকলেও আমরা ইতোমধ্যে ছয়টি কোচ নিয়ে মেট্রোরেল চালু করেছি।’
আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা হয়েছে: ওবায়দুল কাদের
মন্ত্রী বলেন, চাহিদা বেড়ে যাওয়ায় মেট্রোরেলের চলাচলের যাতায়াতের সংখ্যা ১০ মিনিট থেকে আট মিনিটে নামিয়ে আনা যায় কি না তা নিয়ে কাজ চলছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না। বিশ্ব পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করছে। সরকার জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করছে।’
মন্ত্রিসভার আকার বাড়ছে কি না সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বলতে পারেন, তবে ভবিষ্যতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে মন্ত্রী থাকতে পারে।
তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনের বিজয়ীরা মন্ত্রী হতে পারবেন।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রবেশের ক্ষেত্রে উদারতার সুযোগ নেই: ওবায়দুল কাদের
১০ মাস আগে