২৭ মামলা
চট্টগ্রামে কোটা আন্দোলন: ২৭ মামলায় ৭০৩ গ্রেপ্তার
কোটা আন্দোলন ঘিরে ভাঙচুর, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম মহানগরীসহ জেলার বিভিন্ন থানায় ২৭টি মামলা দাযের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ১৬ জুলাই রাত থেকে ২৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৭০৩ জনকে।
আরও পড়ুন: সালিশে নারী নির্যাতনের ভিডিও ভাইরাল, ২ ইউপি সদস্য গ্রেপ্তার
পুলিশ আরও জানায়, আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে গত ১৬ জুলাই নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় তিনজন নিহত হন। ১৮ জুলাই চান্দগাঁও থানার বহদ্দারহাটে সংঘর্ষে দুইজন নিহত হন। এদিন বহদ্দারহাট সংঘর্ষে গুলিবিদ্ধ চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ ইউএনবিকে বলেন, ‘চট্টগ্রামে কোটা আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ঘটনায় ১৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জনসহ মোট ৩৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুরের ঘটনায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৭ জনসহ মোট ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
আরও পড়ুন: কোটা আন্দোলন: শেরপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩ মামলা, গ্রেপ্তার ৮
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান, ছাত্রদলের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৭
৪ মাস আগে
গাজীপুরে সাজাপ্রাপ্ত ২৭ মামলার আসামি গ্রেপ্তার
গাজীপুরে ১৯ মামলায় সাজাপ্রাপ্তসহ ২৭ মামলার আসামি মোফাজ্জলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মোফাজ্জল হোসেন গাজীপুর নগরীর সামন্তপুর এলাকার ধীরাশ্রম রোডের বাসিন্দা।
আরও পড়ুন: গাজীপুরে চাঁদাবাজি ও অপহরণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার জানান, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জেলার আশুলিয়া থানাধীন রপ্তানি এলাকায় অভিযান পরিচালনা করে মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, মোফাজ্জল সদর থানার দীর্ঘদিন যাবৎ মুলতবি থাকা বিভিন্ন মেয়াদে ১৯টি (সিআর প্রতিটি এক বছর করে) সাজাপ্রাপ্ত ও আটটি (সিআর) মামলা মোট ২৭টি মামলায় ওয়ারেন্টভুক্ত ছিল।
গ্রেপ্তারি পরোয়ানার আলোকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: মেট্রোরেল এলাকায় ঘুড়ি ওড়ানোর বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ২
সিরাজগঞ্জে ধানখেত থেকে শিশুর লাশ উদ্ধার, সৎ বাবাসহ গ্রেপ্তার ২
১০ মাস আগে