পানির ট্যাংক
সিরাজগঞ্জে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ তলার ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ঘটনাটি ঘটেছে।
নিহত কামাল পাশা (৩২) সিরাজগঞ্জ সদর উপজেলার পেঁচিবাড়ি গ্রামের মজনু শেখের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং সুপারভাইজার ডলি আক্তার তার স্বামী কামাল পাশাকে নিয়ে এনায়েতপুর থানা সদরে একটি ভবনে ভাড়া থাকতেন। শনিবার সকালে ডলি আক্তার হাসপাতালে ডিউটিতে চলে গেলে বাসায় স্বামী কামাল পাশা বাসায় একাই ছিলেন। বিকালে বাসার ছাদের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত ৩ তলা থেকে পড়ে যায় কামাল পাশা।
তিনি আরও বলেন, স্থানীয়রা উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করলেও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: চাঁদপুরে ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত
৯ মাস আগে