দুটি দোকান
কুষ্টিয়ায় আগুনে পুড়ল রেস্তোরাঁ
কুষ্টিয়ায় আগুনে পুড়ে গেছে একটি রেস্তোরাঁসহ দুটি দোকান।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের এন এস রোডের বাটারফ্লাই মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে।
এসময় আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা আরও দুইটি দোকান পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: চট্টগ্রামে ফোম কারখানায় আগুনে ৬০ লাখ টাকার ক্ষতি
মাসুদ রানা নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ কালো ধোঁয়া দেখতে পাই। এরপর দেখি রেস্তোরাঁর ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়ার ওয়্যার হাউস ইনস্পেক্টর আব্দুস সালাম জানান, বিকালে কাবাব স্টেশন নামের একটি রেস্তোরাঁর চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনের তাপে পাশে থাকা বড় গ্যাস সিলিন্ডার পাইপ ফুটো হয়ে গ্যাস বের হলে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কাবাব স্টেশন ছাড়াও জুস ওয়ার্ল্ড ও খানাপিনা নামের আরও দুইটি দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত জুস ওয়ার্ল্ডের মালিক মো. তানিম বলেন, কয়েক মাস আগেই বিভিন্ন ফল দিয়ে বানানো জুসের দোকানে নতুন করে বিনিয়োগ করেছিলাম। সব পুড়ে শেষ হয়ে গেছে। আমার পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে
মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন
৯ মাস আগে