যৌথ মহড়া
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া শুরু
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে ১০ দিনব্যাপী 'এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪' শীর্ষক মহড়া শুরু হয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনী এ মহড়ার আয়োজন করছে।
এ উপলক্ষে সোমবার বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ বিমান হামলার নিন্দা হামাসের
বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. বদরুল আমিন অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন।
এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪ এর লক্ষ্য হচ্ছে বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আকস্মিক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিমান বাহিনীর পরিবহন বিমানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
এ মহড়ায় বিমান বাহিনীর একটি সি-১৩০জে বিমানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে বিমান অংশ নিচ্ছে। এছাড়া মহড়ায় অংশগ্রহণের জন্য বিমান বাহিনীর একটি এএন-৩২ বিমান প্রস্তুত রাখা হয়েছে।
'এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪'-এ বাংলাদেশ বিমান বাহিনীর ২৫০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৭৮ জন সদস্য অংশগ্রহণ করবে।
সোমবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন প্যারাট্রুপার ছাড়াও সেনাবাহিনীর ৩০ জন প্যারাট্রুপার (১১ জন ফ্রি ফলার ও ১৯ জন স্ট্যাটিক জাম্পার) এবং বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন প্যারাট্রুপার এ মহড়ায় অংশ নেবে।
এই মহড়ায় বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের মধ্যে আন্তঃব্যবহারযোগ্যতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, সহজলভ্য যন্ত্রপাতির কার্যকরী মূল্যায়ন, সক্ষমতা বৃদ্ধির জন্য ভবিষ্যতের সরঞ্জামের প্রয়োজনীয়তা চিহ্নিতকরণ এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পরিবহন বিমানের রক্ষণাবেক্ষণের মান নির্ধারণের উপর গুরুত্বারোপ করা হবে।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দে ওমান ফেরত উড়োজাহাজ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার
মেলা উপলক্ষে বিমানের সব আন্তর্জাতিক রুটের টিকেটে ১৫ শতাংশ মূল্য ছাড়
১০ মাস আগে