নাদিম
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নাদিম নামে এক হাজতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
হাজতি মো. নাদিম রাজধানী ঢাকার মুগদার খ্রিস্টান গলির বাসিন্দা। তার বাবার নাম জব্বার।
আরও পড়ুন: ঢাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর মৃত্যু
কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে নাদিম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে নারীর মৃত্যু
মাদারীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১০
৯ মাস আগে