টেকনিশিয়ান
হাসপাতালে লিফট দুর্ঘটনা: টেকনিশিয়ানের মৃত্যু
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের লিফট রক্ষণাবেক্ষণ করতে এসে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন ফকরে আলম শিপন নামে এক টেকনিশিয়ান।
শনিবার সকালের এই দুর্ঘটনার পর থেকে ৭ তলা ভবনটির দুইটি লিফটই বন্ধ রাখা হয়েছে।
তাই মুমূর্ষু রোগী ও চিকিৎসকদের উঠা নামায় বিড়ম্বনায় দেখা দেয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে নারীর মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের লিফট রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন শ্রমিকরা। সকালে লিফটের ষষ্ঠ তলায় কাজ করার সময় অসাবধানতাবসত নিচ থেকে কেউ ডাউন-বাটন চাপলে লিফট নিচের দিকে চলে যায়। এতে তিনি কিছুক্ষণ দরজায় ঝুলে থেকে ছিটকে নিচে পড়ে যান। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
৮ মাস আগে