২০ দিন
২০ দিন পর ইতালি থেকে দেশে ফিরল প্রবাসীর লাশ
মৃত্যুর ২০ দিন পর ইতালি থেকে দেশে ফিরল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদাবরী গ্রামের প্রবাসী আবু বক্করের লাশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার লাশ। পরে নিজ গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
আরও পড়ুন: সিলেটে মাদরাসার মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
আবু বক্কর দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের ঈদগাহ পাড়ার সওদার মণ্ডলের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার প্রয়োজনে ১৪ বছর আগে ওমানে যান আবু বক্কর, তারপর ওমান থেকে যান দুবাইয়ে। এভাবে কয়েক দফায় দেশ বদলের পর অবৈধ পথে যান ইতালিতে। প্রায় তিন বছর থাকার পর গত ১ মার্চ আবু বক্কর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই মৃত্যুবরণ করেন।
আবু বক্করের বাবা সওদার বলেন, আমার ছেলে দীর্ঘ ১৪ বছর আগে বিদেশে যায়। একটি ফার্মে কাজ করতেন। গত ১ মার্চ সকাল ৮টার দিকে ওই দেশে থাকা ছেলের বাংলাদেশি সহকর্মীরা ফোন করে তার মৃত্যুর বিষয়টি আমাদের জানায়। ছেলের মুখটি দেখার জন্য দীর্ঘ ২০ দিন আমরা অপেক্ষায় ছিলাম। ছেলের মুখটি দেখতে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া।
আরও পড়ুন: নওগাঁয় নারী এনজিও কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
কুমিল্লায় মহাসড়কের পাশে মুখে স্কচটেপ পেঁচানো লাশ উদ্ধার
৩৭১ দিন আগে
বাবাকে মারধর করায় ছেলের ২০ দিনের কারাদণ্ড
চাঁদপুর সদর উপজেলায় বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামে বাবা বশিরুল্লাহ পাটোয়ারিকে মারধর করার দায়ে ছেলে ফারুক হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামে বশিরুল্লাহ পাটওয়ারীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার ছেলে ফারুককে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
আরও পড়ুন: নাটোরে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
স্থানীয় বাসিন্দারা জানান, ফারুক অটোরিকশাচালক ছিলেন। তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর তার স্ত্রী একাধিকবার বাবার বাড়ি চলে যান। মাদকের জন্য টাকা না দেওয়ায় বাবাকে মারধর করেন ফারুক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত বলেন, ফারুক হোসেন রবিবার সকালে বাড়িতে তার বাবাকে মারধর করেছেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে ফারুককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সচেতনভাবে দোষ স্বীকার করেন। ফলে তার অপরাধ আমলে নিয়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ মুহসীন আলমসহ পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: গাজীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র দায়িত্বরত শিক্ষককে কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
৩৯৭ দিন আগে