আউটরিচ
আউটরিচ কর্মসূচিতে যোগ দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার সফর করেছেন কূটনীতিকরা
বাংলাদেশ সম্পর্কে আরও জানতে একটি আউটরিচ কর্মসূচিতে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকাস্থ দূতাবাস ও মিশনের দূত ও কূটনীতিকসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা চট্টগ্রাম ও কক্সবাজার সফর করেন।
এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার প্রতিনিধি দলটি বাংলাদেশ নেভাল একাডেমির ওয়েস্ট পয়েন্ট এবং কর্ণফুলী টানেল পরিদর্শন করেন।
আরও পড়ুন: ‘বাংলাদেশে তেল ও এলএনজি আমদানিতে অর্থায়ন করবে আইটিএফসি’
৯ মাস আগে