পোড়া লাশ
কুষ্টিয়ায় পাহারাদারের হাত-পা পোড়া লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রাম থেকে মনির হোসেন মনি (৮০) নামে এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হাত-পা পোড়া ও মাথায় আঘাতের চিহ্নসহ লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মনির হোসেন মনি ওই এলাকার মৃত আকুব্বরের ছেলে ও স্থানীয় আব্দুর রাজ্জাক মিঠুর বাড়ির পাহারাদার।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থান থেকে শিশুসহ ২ জনের লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনির হোসেন মনি পাঁচ বছরের বেশি সময় ধরে ওই এলাকায় পাহারাদারের কাজ করেন। একাই থাকতেন ওই ঘরে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের আব্দুর রাজ্জাক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তার বাড়িতে দীর্ঘদিন ধরে পাহারাদার হিসেবে কাজ করতেন মনি। ওই বাড়ির বাইরের একটি ঘরে তিনি থাকতেন।
তিনি বলেন, স্থানীয়রা শনিবার সকালে মনিকে দেখতে না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি দেয়। তখন দেখতে পায় বিছানায় মনিরের রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের হাত ও পা পোড়া ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কারা ও কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেসব বিষয় জানার জন্য কাজ করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাতারগুলে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
৫ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে সরিষা খেতে ঘাস বিক্রেতার পোড়া লাশ
চাঁপাইনবাবগঞ্জের একটি সরিষা খেত থেকে তোফাজ্জল ইসলাম নামে এক ঘাস বিক্রেতার পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার বহরম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার
নিহত তোফাজ্জল ইসলাম সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকবহরম এলাকার ইসমাইল হোসেনের ছেলে। এছাড়া তিনি ভ্যান চালিয়ে ঘাস বিক্রি করতেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বৃহস্পতিবার তোফাজ্জল বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। শুক্রবার একজনের পোড়া লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেছেন। আগুনে তার শরীর পুরোপুরি পুড়ে গেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
আরও পড়ুন: ঢাবির টিএসসি এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে নারীর গলিত লাশ উদ্ধার
৯ মাস আগে