বহরম এলাকা
চাঁপাইনবাবগঞ্জে সরিষা খেতে ঘাস বিক্রেতার পোড়া লাশ
চাঁপাইনবাবগঞ্জের একটি সরিষা খেত থেকে তোফাজ্জল ইসলাম নামে এক ঘাস বিক্রেতার পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার বহরম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার
নিহত তোফাজ্জল ইসলাম সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকবহরম এলাকার ইসমাইল হোসেনের ছেলে। এছাড়া তিনি ভ্যান চালিয়ে ঘাস বিক্রি করতেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বৃহস্পতিবার তোফাজ্জল বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। শুক্রবার একজনের পোড়া লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেছেন। আগুনে তার শরীর পুরোপুরি পুড়ে গেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
আরও পড়ুন: ঢাবির টিএসসি এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে নারীর গলিত লাশ উদ্ধার
৯ মাস আগে