চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর
চট্টগ্রাম বিমানবন্দরে ২.২২৮ কেজি স্বর্ণ জব্দ, ২ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে ২ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ জব্দসহ শফিকুল ও মোরশেদ নামে দুই যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ।
শনিবার (২ মার্চ) সকালে মধ্য প্রচ্যের দেশ শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ওই যাত্রীদের স্বর্ণ জব্দসহ আটক করা হয়।
আটক দুই যাত্রী হলেন- হাটহাজারীর মো. সোলাইমানের ছেলে মো. মোরশেদ এবং পটিয়ার সিরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম।
আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বার জব্দ, ৩ বাংলাদেশিকে আটক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফ্লাইটটি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা যৌথ অভিযানে দুই যাত্রীর গৃহস্থালি মেশিনের ভেতর থেকে ২ কেজি ২২৮ গ্রাম স্বর্ণজব্দ করে। এ সময় দুই যাত্রীকে আটক করা হয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরের কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় স্ক্যানিংয়ে তাদের লাগেজে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।
তিনি আরও জানান, পরে তাদের লাগেজ তল্লাশি করে মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকানো মোট ২ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। পরে এই দুই যাত্রীকে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা বলে কাস্টমস শুল্ক গোয়েন্দারা জানিয়েছে।
আরও পড়ুন: প্রবাসী বন্ধুর প্রতারণা, ২৩ ভরি স্বর্ণ উদ্ধার করল পুলিশ
বাগেরহাটে ১০০ ভরি স্বর্ণালংকার-টাকা ও মোটরসাইকেল ছিনতাই
৯ মাস আগে