ট্রাকে আগুন
সিলেটের লালাবাজারে ট্রাকে আগুন
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক সিএনজিচালিত অটোরিকশা চালক জানান, সিলেটগামী একটি ট্রাক লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌঁছামাত্র আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেককে সড়কে দিক পরিবর্তন করে দ্রুত লালাবাজার এলাকা ত্যাগ করতে দেখা গেছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে দুর্বত্তদের আগুনে পুড়ল পিকআপ
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার সহকারী ডিউটি অফিসার জাবেদ। তিনি বলেন, ট্রাকে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যারা আগুন লাগিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন: নির্বাচনের ঠিক আগে ট্রেনে আগুন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের চূড়ান্ত অভিপ্রায়: পররাষ্ট্রমন্ত্রী
১০ মাস আগে
দিনাজপুরে পৃথক স্থানে ২টি ট্রাকে আগুন
বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের প্রথম দিন রবিবার দিনাজপুরের পৃথক এলাকায় দু’টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার রাত ৯টার দিকে দিনাজপুরের জালিয়াপাড়া এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলী রানা জানান, দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে শনিবার দিবাগত রাতে কাহারোল উপজেলার রামপুর এলাকায় আরেকটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দু’টি ঘটনার কোনোটিতে সন্দেহভাজন কাউকে শনাক্ত করতে পারেনি।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩
১১ মাস আগে
দিনাজপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি ধান বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার(২৬ নভেম্বর) মধ্যরাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, রবিবার রাত দেড়টার দিকে কাহারোল উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় ৪টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
এতে ট্রাকটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে ট্রাকে থাকা ধানের বস্তা খোয়া যায়নি। ট্রাকটি হেফাজতে নিয়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত ট্রাক মালিকমামলা দায়েরর প্রক্রিয়া চালাচ্ছেন বলেও জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: বরিশালে সড়কে গাছ ফেলে ট্রাকে আগুন
১১ মাস আগে
রাজশাহীতে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন
রাজশাহী নগরীতে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত মধ্যরাত (২১ নভেম্বর) ৪টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, সোমবার রাতে নগরীর কাজিহাটা এলাকার শফিকুজ্জামান শোভনের 'শোভন এন্টার প্রাইজ' নামের একটি ট্রাক নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নং দোকানের সামনে রেখে যান।
আরও পড়ুন: ঢাকার মিরপুরে বিআরটিসির দোতলা বাসে আগুন
তিনি আরও জানান, দিবাগত মধ্যরাত ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির চালকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়া আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে ট্রাকটির চালকের কেবিন পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করা গেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকে আগুন
বগুড়ায় ককটেল বিস্ফোরণ, ট্রাক ও ভটভটিতে আগুন
১ বছর আগে
চট্টগ্রামে দু’টি বাস ও টিসিবি’র ট্রাকে আগুন
চট্টগ্রামে ২টি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলশী থানাধীন ওয়াসার মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্ক করে রাখা দু’টি লোকাল বাস এবং এর আগে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাস দু’টির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা এটি করেছে পুলিশ নিশ্চিত নয় এবং এ বিষয়ে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
আরও পড়ুন: অবরোধ: চট্টগ্রামে চলছে পিকেটিং, দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খাঁন খলিলুর রহমান বলেন, ‘ওয়াসার মোড়ে পাশাপাশি থাকা দু’টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে রাত ১১টার দিকে আগ্রাবাদ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০-৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়ি দু’টি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘ওয়াসার মোড়ে দু’টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: চট্টগ্রামে রাতে আরও একটি বাসে আগুন
১ বছর আগে
ঢাকার দোহার বাজার এলাকায় ট্রাকে আগুন
বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধের মধ্যে ঢাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকার দোহার বাজার এলাকায় ট্রাকটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, (বুধবার) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নাটোরে কাভার্ডভ্যানে আগুন
রাজধানীর মিরপুরে বিআরটিসির বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক ৩
১ বছর আগে
দিনাজপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
দিনাজপুর শহরে দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে জেলা শহরের মেডিকেল কলেজের পূর্বপাশে এই ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক সুমন দেবনাথ জানান, ট্রাকটির মালিক মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর পাড়ে মুক্তিযোদ্ধা পল্লী এলাকার বাসিন্দা গুলজার হোসেন।
রবিবার রাতে রাস্তার পাশে ভাই ভাই গ্যারেজের মধ্যে ভুট্টা বোঝাই ট্রাকটি রাখা হয়েছিল। সোমবার ভোর ৫টার দিকে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন অন্য গাড়ির চালকরা।
খবর পেয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে ট্রাকের সামনের কেবিনের অংশ পুড়লেও কেউ হতাহত হয়নি।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোরে একটি ভুট্টা বোঝাই ট্রাকে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
১ বছর আগে
৪৮ ঘণ্টার অবরোধ: সিরাজগঞ্জে ট্রাকে আগুন
সিরাজগঞ্জের কামারখন্দে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুরগির খাবার বহনকারী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ঝাঐল ওভার ব্রিজের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী ড্যানিশ কোম্পানির মুরগির খাবার বহনকারী একটি ট্রাক বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: অবরোধ: দুই জেলায় দু’টি গাড়িতে আগুন
তিনি আরও বলেন, এর আগে ভোররাতে মহাসড়কে চলাচলকারী বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
ট্রাকটির সামনের গ্লাস ভেঙে যায় ও কেবিনের সামান্য ক্ষতি হলেও পুরোটা পোড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর ট্রাকটি থানায় নিয়ে রাখা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: বনানীতে মিনিবাসে আগুন
১ বছর আগে
ফরিদপুরে ট্রাক চাপায় দুই স্কুলছাত্র নিহত
ফরিদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে বুধবার বিকালে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরেক স্কুলছাত্র।
৪ বছর আগে