চট্টগ্রামে ২টি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলশী থানাধীন ওয়াসার মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্ক করে রাখা দু’টি লোকাল বাস এবং এর আগে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাস দু’টির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা এটি করেছে পুলিশ নিশ্চিত নয় এবং এ বিষয়ে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
আরও পড়ুন: অবরোধ: চট্টগ্রামে চলছে পিকেটিং, দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খাঁন খলিলুর রহমান বলেন, ‘ওয়াসার মোড়ে পাশাপাশি থাকা দু’টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে রাত ১১টার দিকে আগ্রাবাদ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০-৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়ি দু’টি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘ওয়াসার মোড়ে দু’টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: চট্টগ্রামে রাতে আরও একটি বাসে আগুন